ভেদুরিয়া বিদ্যুৎ এর আগুনের দিনমজুরের ঘর পুড়ে ছাই ॥ ৮ লক্ষ টাকার ক্ষতি
ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নে পল্লী বিদ্যুৎ এর নতুন লাইন থেকে আগুন লেগে দুইটি ঘর সম্পুর্ন এবং আংশিক দুইটি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ভেদুরিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের টেকের হাট বাজার সংলগ্ন দালাল বাড়ীতে পল্লী বিদ্যুৎ এর নতুন মিটার লাগিয়ে লাইন দেওয়ার সাথে সাথেই এই ঘটনা ঘটে। ভোলার ফায়ারসার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। দিন মজুর নাগর ও তার ভাই মোঃ আলীর দৌতালা দুইটি নতুন ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নাগরের স্ত্রী চিনি বেগম বলেন, বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুৎ এর মিটার লাগানোর পরই আগুন ধরে উঠে। আবু তাহের দালাল বলেন আমার ভাইরা আজ নিঃস্ব হয়ে গেলো, এই সময় তুমি সরকারি সহায়তা কামনা করেন।