ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
দৌলতখানে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত
দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান ও এ.বি.এম খলিলুর রহমান, দৌলতখান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেন । শুভে”ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিবুর রহমান । শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,ইউআরসি সৈয়দ গাফ্ফার আলী ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল মান্নান হাওলাদার, মোঃতৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে ছাত্র-ছাত্রীদের বলেন, তোমরা বড় হয়ে বঙ্গবন্ধুর মত দেশ ও জনগণের কল্যাণে নিজেদের বিলিয়ে দিবে । তিনি মায়েদের উদ্দেশ্য করে বলেন আপনার সন্তানের দিকে আপনার নজর দিতে হবে যাতে সে বিপদগামী হতে না পারে। আপনারা ছেলে মেয়েকে পার্থক্য করবেন না । ছেলে সু শিক্ষিত হলে যেমন আপনার সুনাম বয়ে আনবে তেমনি মেয়েও সুশিক্ষিত হলে আপনাদের ও দেশের সুনাম বয়ে আনবে। এ প্রতিষ্ঠানের প্রত্যেকটি ক্লাশ রুম সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান তিনি।