সর্বশেষঃ

দৌলতখানের মেঘনায় জলদস্যুদের হামলায় ৫ জেলে আহত

ভোলার দৌলতখান উপজেলার মেঘনায় জলদস্যুদের হামলায় ৫ জেলে আহত হয়েছে। এ সময় জলদস্যুরা নৌকা থেকে ৫ টি মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা, জালসহ ২০ হালী ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। আহত জেলেরা জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে নদীতে জাল পাতা অবস্থায় একদল জলদস্যু হামলা চালায়। এ সময় জলদস্যুদের কাছে থাকা দা-বগিদা- দিয়ে ৫ জেলেকে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। আহত জেলেরা হলেন, মোঃ কাশেম মাঝী, মনির, মোঃ ইব্রাহীম, ইমন হোসেন, মোঃ গজনবী । আহতদের নদী থেকে উদ্ধারে জাহাঙ্গীর মাঝী নামে অপর এক জেলে এগিয়ে আসলে তাকেও হামলার চেষ্টা চালায় । বর্তমানে ৫ জেলে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।