সর্বশেষঃ

মায়ের পর না ফেরার দেশে অগ্নিদগ্ধ ছেলেও

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই। এ ছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দগ্ধরা হলেন- মো. হিরণ মিয়া, মুক্তা, আপন ও লিমা।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহান বেগম (৬০)।

আর একই দিন মধ্যরাতে মারা যান নূরজাহানের ছেলে কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার ৫তলা একটি ভবনের নিচ তলায় গ্যাসের চুলা বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।