ভয়ে মসজিদে আসছেন না ইমাম
সংবাদ প্রকাশের পর মুসুল্লিদের হুমকি দিচ্ছেন সেই সুদি আনসার আলী
সুদ-ঘুষের বয়ান করায় ইমাম লাঞ্ছিত এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলা মুসুল্লিদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি দামকি দিচ্ছেন সেই সুদি আনসার হাওলাদার ও তার ছেলেরা।
এদিকে সুদি আনসার হাওলাদারের হুমকিতে চলে গেছেন মসজিদের ইমাম নুরনবী। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ এবং মসজিদে কোন ইমাম নেই।আনসার হাওলাদারের ভয়ে কোন ইমাম মসজিদে যাচ্ছে না। ক্যামেরার সামনে কথা বলায় আনসার হাওলাদার তার ছেলে মিলে তার ভাতিজা লোকমান হোসেনকে মিথ্যা মামলা দেওয়াসহ নানান হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসার সভাপতি লোকমান হোসেন।
এদিকে খোজ নিয়ে জানা গেছে, আনসার হাওলাদারের ছেলেরা নিবন্ধন বিহীন ভুয়া মাল্টিপারপাস খুলে এলাকায় সুদের ব্যবসা করছেন। এজন্য ইমামরা মসজিদে সুদের বয়ান করলে তার গা জ্বালা শুরু হয়। আনসারের নানা অনিয়ম আর, দুর্নীতির তৃতীয় পর্ব দেখতে চোখ রাখুন ভোলার বাণীতে।