ভোলার বোরহানউদ্দিনে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলার বোরহানউদ্দিনে মোঃ নিরব (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮ টায় বোরহানউদ্দিন উপজেলার জয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিরব একই উপজেলার জয়া ৯ নং ওয়ার্ডের মৃত শাহাজাহান গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শান্তনু দেবনাথ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বোরহানউদ্দিন উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা চালিয়ে জয়া নামক এলাকার ৯ নং ওয়ার্ড থেকে একই উপজেলার জয়া গ্রামের নিরবকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি ওসি শহিদুল ইসলাম গাঁজাসহ এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরধী অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।