চরফ্যাশনে ৩ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল আটক
ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদীর সামরাজ এলাকা (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার ভোর ৪ টা থেকে (১৫ ফেব্রুয়ারি) শনিবার সকল ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ হাজার মিটার চর ঘেরা জাল আটক করেছেন বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার।
এসময় জালে আটকে থাকা ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চর কচ্ছপিয়া ২ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান, মেঘনা নদীর সামরাজ এলাকায় অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ২ হাজার মিটার ও ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে দিয়ে পুড়িয়ে দেয়া হয়।