ভোলায় শ্রমিক দলের প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল
ভোলা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মরহুম কবির হোসেন তালুকদার সহ প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) ভোলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিকদল আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ বিএনপির স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অংগ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তানভীর তালুকদারের উদ্যোগে প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ নুরে আলম।
জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক এর মাতা, সাধারণ সম্পাদক কবির হোসেন তালুকদার, শ্রমিক দল নেতা মুছা আকন, মোঃ ওয়ারেস, মোঃ রফিকুল ইসলাম মুন্সি, মোঃ আবুল কাশেম এর রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন ও অনতিবিলম্বে কারামুক্তির দাবী জানান।