ভোলায় ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনে হাসি ফুটলো সুবিধাবঞ্চিত শিশুদের

সারাদেশ মানুষ যখন বিশ্ব ভালোবাসা দিবসে ঘোরা, ফেরা, বিভিন্ন অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিবসটি উদযাপনে ব্যস্ত থাকে ঠিক ওই সময় ভোলার গরীব, অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা তাদের ঘরে পরে থাকে অবহেলায়। কিন্তু এবারের ভালোবাসা দিবসে ওইসব শিশুরা আনন্দ ও হাসির মধ্যদিয়ে কাটিয়েছেন।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভোলার তুলাতুলি এলাকায় ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলোনায়তনে ভোলার বেসরকারি সেবামূলক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর আনন্দ পাঠশালার আয়োজনে ও শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় ওই এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ‘ফুল দিয়ে নয়’ বই দিয়ে ভালোবাসা বিনিময়’ এ শ্লোগান নিয়ে বালিশ খেলা, মোরগ লড়াই, কেক কাটাসহ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
সাংবাদিক এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন ভোলার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ আরিফ হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জুয়েল সাহাসহ প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন হেল্প এন্ড কেয়ার এর সাধার সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরিফ হোসাইন সহ আনন্দ পাঠশালার শিক্ষক মোঃ মাহফুজ, সুমন, রাজু প্রমূখ।
ভোলার হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক মোঃ রাকিব উদ্দিন অমি’র সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক শিশুরা অংশ গ্রহন করেন।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে এ প্রথমবারের মত হেল্প এন্ড কেয়ার এমন আয়োজনকে স্বাগতম জানিয়েছেন ভোলার বিভিন্ন সুশিল সমাজের নেতৃ বুন্দরা। তারা জানান, সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এমন আয়োজন করায় ওইসব শিশুরা বছরের সারা দিনের মত দিন কাটাইনি। তারা আজ সারা দেশের মানুষের মত আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে সারা দিন কাটিয়েছে। তাদের মূখে আজ অনেক হাসি ফুটে উঠেছে। যা লাখ টাকা দিয়েও সম্বভ নয়।
ভোলার হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক মোঃ রাকিব উদ্দিন অমি জানান, আমরা সব সময়ই সুবিধা বঞ্চিত শিশুদের মূখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছি। আজও আমরা ওইসব শিশুদের মূখে হাসি ফোটানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সব সময় এবং সকলের সহযোতায় সমাজের গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতে চাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।