বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলার পশ্চিম ইলিশায় ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু
ভোলার পশ্চিম ইলিশায় বালি বাহি ট্রাক মিশুকের সাথে মুখামুখি সংঘষে এক বৃদ্ধেরর মৃত্যু হয়।
১৪/০২/২০ ইং তারিখ সকাল ৮.০০ দিকে ভোলা-বরিশাল মহাসড়কের বাঁন্ধের পাড় নামক জায়গায় এই দুর্ঘটনায় ঘটে।
নিহতেরর নাম কাসেম মৃর্ধা।
তার পরিবার কাছ থেকে জানা যায় তার বয়ষ ছিল (৬৫) বছর।
তিনি পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানান এলাকাবাসি।
ঘটনাস্থলে থাকা প্রত্যাক্ষদর্শীরা জানান, সড়কে একটি অটোরিকশা (মিশুক) দিয়ে কাশেম মৃর্ধা বাড়ি ফিরছিলেন।
অটোরিকশাটি বাঁধের পাড় নামক জায়গায় আসলে পাশের সড়ক থেকে উঠে আসা বালু ভর্তি একটি লতা ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ কাশেম নামক ব্যাক্তিটির মৃত্যু হয়।
ঘটনার স্থলে গিয়ে জানাযায় ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন তাদের খুজে পাচ্ছেন কেউ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।