ভোলার দৌলতখানে গণধর্ষণের শিকার এক বিধবা নারী
ভোলার দৌলতখান উপজেলার এক বিধবা নারীকে রাস্তা থেকে তুলি নিয়ে হাত-পা বেঁধে গনধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । গতকাল বুধবার রাত ১০ টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পিছনে এ গণধর্ষণের ঘটনা ঘটে । বর্তমানে ধর্ষিতা মহিলা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন । ওই নারী মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত জামাল এর স্ত্রী । তিনি বাংলাবাজার এলাকায় মুনসুর নামে একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত । দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান ও ধর্ষিতা নারী সূত্রে জানা যায়, ক্লিনিকে কাজ শেষে দৌলতখান উপজেলার উপ-শহর বাংলাবাজার থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন ওই মহিলা । কিছুটা যাওয়ার পর বাংলাবাজার হালিমা খাতুন কলেজের কাছাকাছি পৌছালে ওই মহিলা অটোরিক্সা থামিয়ে বা”চাদের জন্য ফটেটু আনার জন্য অটোরিক্সা চালককে দোকানে পাঠান। এই সুযোগে ৩/৪ জন লোক মুখ বেঁধে তাকে রিক্সা থেকে নামিয়ে কলেজের পিছনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। তার আর্ত-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। আশ-পাশের লোকজন ওই মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এ ঘটনায় অটো চালককে আটক করা হয়েছে। দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান জানান , গনধর্ষণের সময় ওই মহিলা দুই যুবককে শনাক্ত করতে পেরেছে মামলার কারনে নাম বলা যাবেনা এই বিষয় থানায় মামলার প্রস্তুতি চলছে।