সর্বশেষঃ

ভোলার দৌলতখানে গণধর্ষণের শিকার এক বিধবা নারী

ভোলার দৌলতখান উপজেলার এক বিধবা নারীকে রাস্তা থেকে তুলি নিয়ে হাত-পা বেঁধে গনধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । গতকাল বুধবার রাত ১০ টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পিছনে এ গণধর্ষণের ঘটনা ঘটে । বর্তমানে ধর্ষিতা মহিলা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন । ওই নারী মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত জামাল এর স্ত্রী । তিনি বাংলাবাজার এলাকায় মুনসুর নামে একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত । দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান ও ধর্ষিতা নারী সূত্রে জানা যায়, ক্লিনিকে কাজ শেষে দৌলতখান উপজেলার উপ-শহর বাংলাবাজার থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন ওই মহিলা । কিছুটা যাওয়ার পর বাংলাবাজার হালিমা খাতুন কলেজের কাছাকাছি পৌছালে ওই মহিলা অটোরিক্সা থামিয়ে বা”চাদের জন্য ফটেটু আনার জন্য অটোরিক্সা চালককে দোকানে পাঠান। এই সুযোগে ৩/৪ জন লোক মুখ বেঁধে তাকে রিক্সা থেকে নামিয়ে কলেজের পিছনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। তার আর্ত-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। আশ-পাশের লোকজন ওই মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এ ঘটনায় অটো চালককে আটক করা হয়েছে। দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান জানান , গনধর্ষণের সময় ওই মহিলা দুই যুবককে শনাক্ত করতে পেরেছে মামলার কারনে নাম বলা যাবেনা এই বিষয় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।