ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
বোরহানউদ্দিনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে ভোলা বোরহানউদ্দিনে মহিলাদেরকে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৪টায় বড়মানিকা বাটামারা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো: বাবুল প্রমূখসহ গ্রামের মহিলাগণ।