চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
চরফ্যাশনে ইয়াবাসহ যুবক আটক
ভোলার চরফ্যাশন পৌর সভারর ৫নং ওয়ার্ড হাসপতাল রোডের সেবা হোটেলের মালিক সোহানের ছেলে সিয়াম (২৫) কে পুলিশ ইয়াবাসহ আটক করেছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপতাল রোডের সেবা হোটেল ভিতর থেকে ০৫ (পাচঁ) পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
থানার উপ-পুলিশ আজিজুর রহমান বলেন, মাদকের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সরাসরি নির্দেশনা রয়েছে। এই বিষয়ে আমরা কাউকে ছাড় দিব না। চরফ্যাশন থানার অফিসার ইনাচর্জ ওসি শামসুল আরেফীন বলেন, সিয়ামের কাছে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।