স্ত্রী পরকীয়া থেকে না ফেরায় স্বামীর ‘আত্মহত্যা’
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্ত্রীর পরকীয়ার কারণে অভিমানে গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকমাস আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে ভূঞাপুর উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শ্বশুরবাড়িতেই থাকতেন। পরে রাজাপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আমিনুর বাবুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন লাভলী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
নিহতের বড় ভাই সাঈদ বলেন, ‘জাহাঙ্গীরের স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সর্ম্পক ছিল। এ নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। বৈঠকে আমিনুরকে পরকীয়ার কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু সেই টাকা নেওয়া হয়নি। এরপরও তাদের সম্পর্ক অটুট ছিল। স্ত্রী পরকীয়া থেকে না ফেরায় অভিমানে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আমাদের সময়কে জানান, আজ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে শোনা যাচ্ছে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।