শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামিক কমপ্লেক্স এর সফলতা
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামিক কমপ্লেক্স এর সফলতা অর্জণ করেছে। গতকাল সোমবার ১০ জানুয়ারী সোমবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুইটি গ্রুপে ১২টি ইভেন্টে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি পুরস্কারের মধ্যে ১৬টি পুরস্কার ছিনিয়ে আনে ইসলামিক কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের ব্যাপক সফলতায় আনন্দিত হয়ে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্জ মাওলানা আব্দুল কুদ্দুস সকলের দোয়া কামনা করেন।