ভোলায় জেলা শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

ভোলা জেলা শিক্ষা অফিসার জাকিরুল হকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ভোলা সদর শিক্ষক সমিতি (কামরুজ্জামান) তাকে এ সংবর্ধনা দেয়। সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন।
সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুর-ই আলম ছিদ্দিকী, জেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ নেওয়াজ চন্দন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, তৈয়বা খাতুন মডেল একাডেমী’র প্রধান শিক্ষক শাখাওয়ান হোসেন নান্নু। সহকারি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুছা কালিমুল্লাহ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আরতী বিশ্বাস। বক্তারা শিক্ষা অফিসার জাকিরুল হকের কর্মময় জীবনের প্রশংশা করেন।
মানপত্র পাঠ করেন শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুস শরীফ। সঞ্চালনা করেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার পারভেজ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন তৈয়বা খাতুন একাডেমীর সহকারি শিক্ষক মাও. শহিদুল ইসলাম এবং গীতাপাঠ করেন আরতি বিশ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এমরান হোসেন রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সহকারি শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page