সর্বশেষঃ

ভোলার রাজাপুরের চেয়ারম্যান’র সাথে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজাপুর ইউনিয়নের ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা করেছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খানঁ।
সোমবার সকালে রাজাপুর ইউনিয়নের জনতাবাজার সংলগ্ন ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে দক্ষিণ দিঘলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল এসেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খানঁ।
মতবিনিময় সভায় তুলে ধরেন ইউনিয়নের ২০টি স্কুলের প্রধানরা তাদের সমস্যা।
প্রধান অতিথি বক্তব্য আলহাজ্ব মিজানুর রহমান বলেন, আমি একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলাম, শিক্ষকদের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে, সেই হিসেবেই আজ এই মতবিনিময় সভা করা।
মিজানুর রহমান খান বলেন, আপনাদের স্কুলের যেকোন সমস্যা আমাকে জানাবেন এবং আজকে যেই সমস্যাগুলো তুলে ধরেছেন আমি উদ্ধোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো এবং খুব দ্রুত সমাধান করার জন্য তাদের অনুরোধ করবো।
এই সময় উপস্থিত ছিলেন, ৪১নং কন্দ্রকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান চৌধুরী, চর সিতারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ৩৮নং চর সুলতানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, দক্ষিণ মেদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজ, মেদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শ্যামপুর তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, ৬৫ নং শ্যামপুর তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুউদ্দিন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম, চর রুপাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি রহিমা, কোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, ৩৬নং চরসিতারাম পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, ৬০নং কন্দ্রকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ৭নং চরমনসা সাহিদা রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুকু রাণী, ৭৫নং চর হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, দঃ পূর্ব কন্দ্রকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, চর মোহাম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ নন্দী, উত্তর পশ্চিম কন্দ্রকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম, দাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।