চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আদালতের আদেশে
দৌলতখানে ময়না তদন্তের জন্য কবর থেকে গৃহবধূ লাইজুর লাশ উত্তোলন
প্রায় ২ মাস পর আদালতের আদেশে কবর থেকে লাইজু আক্তার নামে এক গৃহবধুর লাশ উত্তোলন করেছে প্রশাসন। বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আদালতে ভাইয়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়না তদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়েছে । আজ সোমবার (১০ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১১ টায় ভোলার এডিশনাল এসপি সদর সার্কেল মহশিন ফারুকের নেতৃত্বে ও দৌলতখান থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধুর লাশ উত্তোলন করা হয়।
ভোলার এডিশনাল এসপি সদর সার্কেল মহশিন ফারুক জানান,আদালতের আদেশে পুণঃময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।
প্রসঙ্গতঃ- গত (২ জানুয়ারি) রাতে দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার চরপাতা এলাকার মো. মোশারেফ হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে লাইজু আক্তারকে তার শ^শুর বাড়ির লোকজন মেরে ঘরে রেখে তারা সবাই পালিয়ে যায়। পরে পুলিশ লাইজুর শ^শুর বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে লাশ উদ্ধার করে। এঘটনায় লাইজুর বড় ভাই ইসমাইল সিকদার বাদি হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাত জনকে আসামী করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।