সর্বশেষঃ

আকবর দ্য গ্রেট

এই জনপদের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম এই মুঘল সম্রাটকে ‘আকবর দ্য গ্রেট’ নামেও ডাকা হয়। এখন থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকেও এই নামে সম্বোধন করা যেতেই পারে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা যা পারেননি, আকবর আলী যে কাল তা করে দেখালেন। যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হলো তার নেতৃত্বেই।
স্বপ্নের ফাইনালে কাল ৮৫ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল দল, শঙ্কা জেগেছিল দেশবাসীর মনে। তখন বীর বেশে দাঁড়িয়ে গেলেন আকবর। নিজে এক প্রান্ত আগলে রেখে সঙ্গীদের দিয়ে গেলেন আত্মবিশ্বাস। চাঙা করে তুললেন সবাইকে। হিমশীতল মস্তিষ্কে চালিয়ে গেলেন ব্যাটিং। তাতে কেটে গেল শঙ্কার মেঘ। শেষ পর্যন্ত তার হার নামা ৪৩ রানের ঝলমলে ব্যাটিংয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে বাংলাদেশ। চিরস্মরণীয় এই ইনিংসের সুবাদে ম্যাচসেরারও হয়েছেন সোনালি প্রজন্মের দলপতি।ছবি-৫।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page