দৌলতখানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

ভোলার দৌলতখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ রোববর (৯ ফেব্রয়ারী) সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালানা করে তাদের জরিমানা করেন। এ সময় অসাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে জাতীয় ভোক্তা আইনের ৪৩ ধারায় নুর হোটেল কে ৫ হাজার টাকা, মূল্যের দাম নির্ধারন না করায় জাতীয় ভোক্তা আইনের ৩৮ ধারায় স্বপন হোটেল কে ২ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান,জানান অসাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে ও মূল্যের দাম নির্ধারন না করায় তিন হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান,এ অভিযান আমাদের অব্যাহত থাকবে পাশাপাশি যারা আমাদের আসার সংবাদ পেয়ে দোকান বন্ধ করে চলেগেছে তাদের নামের তালিকা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা। এ সময় উপস্থিতি জন সাধারনের মাঝে জাতীয় ভোক্তা অধিকার আইনের লিপলেট বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page