চরফ্যাশনে ট্রলারের মধ্যে তরুণীকে গণধর্ষণ, আটক-৫
ভোলার চরফ্যাশনের দুর্গম চর ইউনিয়ন কুকরি মুকরি ইউনিয়নের দৃষ্টিনন্দন পর্যটন f নারকেল বাগানে ২২ বছরের এক তরুণীকে ট্রলারের মধ্যে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষণের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ কোস্ট গার্ড চরফ্যাশন ইউনিট ঘটনাস্থল থেকে ভোর সাড়ে ৪টায় ৫ জনকে আটক করে রবিবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণ আইচা থানায় সোর্পদ করে। আভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের মামলা দায়ের হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, শনিবার রাতে কুকরি মুকরি নারকেল বাগানের অদূরে একটি ভাসমান ট্রলার কোস্টগার্ডের টহল অবস্থায় সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন এক তরুণী হাত বাঁধা, সে তাদের কবল থেকে বাঁচতে চিৎকার করছে।
এসময় ট্রলারে থাকা দক্ষিণ আইচা চনং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউসুপ হাসান সর্দার (২১), ৫নং ওয়ার্ডের হাকিম দিদারের ছেলে সোহেল রানা দিদার (২০), চরমানিকা ৬নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার ( ২২), চর ৪নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের আবুল কাশেম হাং ছেলে মোর্শেদ হাং (৩৫) ও একই গ্রামের ইসমাইল ফকিরের ছেলে রুপন ফকির (২০)কে ভিক্টিম কিশোরীসহ আটক করে।
কোস্টগার্ড চরফ্যাশন কমান্ডার মোঃ আলমগীর হোসেন বলেন, কিশোরী মেয়েটির বাড়ি চরফ্যাশন আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড। তরুণীকে সেখানে নেয়া হয়েছে মূলতঃ গণধর্ষণের উদ্দেশ্যে এটা অনেকটা নিশ্চিত।
এ ব্যপারে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, যারা এইধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদের ব্যপারে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন