সর্বশেষঃ

ভোলায় টুটুল স্মৃতি সংঘের বিজয় র‌্যালী

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় গোল্ডকাপ আয়োজন করে জেলা পরিষদ। উক্ত টুর্নামেন্টে টুটুল স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ায় ভোলায় বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে ভোলার সর্ব স্তরের জনগণ অংশগ্রহণ করে। শনিবার সকাল ১১ টায় ট্রফি হাতে নিয়ে টুটুল স্মৃতি সংঘের সভাপতি মোঃ সফিকুল ইসলাম নেতৃত্বে টুটুল স্মৃতি সংঘের সদস্য ও স্থানীয় জনতাকে নিয়ে সদর রোডে আনন্দ ঘন পরিবেশে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীতে অংশগ্রহণ করেন টুটুল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক রফিকুল আমিন টুটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন টুটুল স্মৃতির ভক্তবৃন্দ, দর্শক এবং শুভাকাঙ্খীসহ ভোলার শহরের শত শত জনগণ।
বিজয় র‌্যালীতে অংশ গ্রহনকারিরা জানান, বাংলাদেশ দলের সাবেক ফুটবলার টুটুল’র স্মৃতি ধরে রাখতে আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই খেলার আয়োজন করে ভোলা জেলা পরিষদ।
টুটুল স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম বলেন, টুটুল আমার ভাই। তার স্মৃতি ধরে রাখতে জেলা পরিষদ গোল্ডকাপ যে আয়োজন করেছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তার আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত শুক্রবার টুটুল স্মৃতি সংঘ বনাম শিশির মেমোরিয়াল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টুটুল স্মৃতি সংঘ ৪-২ গোলের ব্যবধানে শিশির মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে জয়ী হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page