ভোলায় ইউপি সদস্যর অপকর্মের বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে ভুক্তভোগিদের আকুতি
ভোলার ভেলুমিয়ার গাজির চর এলাকা নামক ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মহাসিন খার বিরুদ্ধে জমি দখল ও অন্যর জমিতে চাষাবাদ করতে বাধা একজনের সাথে অন্যের জনের মামলা মোকদ্দমাসহ এলকায় তার নিজের বাহিনী দ্বারা অন্যদের জমি দখল মাইর পিটসহ এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালি এই ইউপি সদস্যর বিরুদ্ধে জানান ভুক্তভোগি পরিবারেরই একজন অসহায় দিনমজুর কৃষক হানিফ।
গত কয়েক দিন যাবত স্থানীয় ইউপি সদস্য তার নিজ ভুমি দস্যু বাহিনী সেকান্দর ফরাজি, সাইফুল, বাদশা, চুন্নু ধারা একের পর একটি নিরীহ পরিবারকে মামলা মোকদ্দমাসহ একটি সন্ত্রাসী ভুমিদস্যু বাহিনী দিয়ে স্থানীয় ডিসিআর কাটা জমির মালিক দিনমজুর হানিফ গংদের জমির কাছে যেতে দিচ্ছেন না সেকান্দর গ্রুপের সদস্যরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভুমিদস্যু সেকান্দর ফরাজি, সাইফুল গংরা তাদের দাবিকৃত জমি হলো বাড়িতে আর তার দাবি করছে নালে অথাৎ বিলের জমিতে কিন্তু ডিসিআর ধারা সেখানে তাদের জমির কোন অংশই নেই তারা স্থানীয় ইউপি সদস্যর যোগসাজসে জোরপূর্বক লাটি সোডা, দা বটি, কুড়াল দিয়ে বিলের ভিতর গিয়ে তাদেরকে একের পর হামলাসহ বিভিন্ন মামলা মোকামোদেমায় জরাচ্ছেন।
অসহায় পরিবারটি বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ নেতাদের দ্বারে দ্বারে ঘুরতেছেন। ভুমিদস্যু বাহিনীটি এতেই ক্ষান্ত নন; তারা ভুক্তভোগি হানিফ এর ভাই একজন স্কুল শিক্ষক। তিনি থাকেন শহরে, তাকে জড়িয়ে সাংবাদিক ভাইদের ভুল বুজিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করিয়ে মান সম্মান নষ্ট করছে বলে অভিযোগ করেন স্থানীয় জনতারা।
স্কুল শিক্ষকের ও তার ভাই হানিফ জানান, আমি এই গাজির চরে থাকি একা। আমার ভাই থাকে শহরে, তাই আমাকে একা পেয়ে স্থানীয় ইউপি সদস্যর ইন্ধনে আমাদের জমিটি দখলে নেওয়ার জন্য আমাদেরকে সেকান্দর ফরাজি, সাইফুল ফরাজিরা চুন্নু ও বাদশার সহযোগিতায় আমাকে এখানে থেকে বিতারিত করার জন্য পায়তারা করছেন বলে জানান ভুক্তভোগি হানিফ।
আমাদেরকে অনেক বার মারছে এবং মামলা করছে ও পত্রিকায় নিউজ করছে কারন তাদের ক্ষমতা অনেক তাদের সাথে মেম্বার আছে আমাদের সাথে কেউ নেই আমাদের সাথে আছে আমাদের আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিচার চাই। কিন্তু আল্লাহ তো বিচার দ্রুত করেন না, আল্লাহর বিচার হয় আস্তে আস্তে। তাই আমরা বিচার পাই না তারা তো দুনিয়াতে টাকা খরচ করে তাই তারা দ্রুত বিচার পায়। ভুক্তভোগি হানিফ স্থানীয় সংসদ ও জেলা আ’লীগের নেতাদের কাছে ইউপি সদস্যর অপকর্মের বিচার চেয়ে ডাক যোগে অভিযোগ পাটিয়েছেন বলে জানান হানিফ।