সর্বশেষঃ

‘যতক্ষণ টার্গেটে যেতে না পারি ততক্ষণ অভিযান’

টার্গেটে না পৌঁছা পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব–৭–এর কার্যালয়ে আদালতের নির্দেশে জব্দ করা কোকেন ধ্বংসের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান চলবে। যতক্ষণ টার্গেটে যেতে না পারি ততক্ষণ অভিযান চলবে। সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কারও বিরুদ্ধে অভিযানে যাব না। সুনিশ্চিত হয়েই অভিযুক্তদের ধরব।’

আসাদুজ্জামান খান বলেন, ‘কোকেনের দেশ ও আন্তর্জাতিক চক্রকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে। যারা পলাতক, তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে।’

২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের নামে আনা একটি চালানে ১০৭টি ড্রাম জব্দ করা হয়। পরে দুটি ড্রামে ৩৭০ লিটার কোকেন শনাক্ত হয়।

এ ঘটনায় মাদক ও চোরাচালান আইনে দুটি মামলা করা হয়। আদালতের নির্দেশে জব্দ করা কোকেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।