সর্বশেষঃ

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক ইউসুফ হোসেন আর নেই

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ ইউসুফ হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। গতকাল সোমবার তার আলীনগর ইউনিয়নের ছিফলী গ্রামের মাদ্রাসা বাজার এলাকার হাওলাদার বাড়ীতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তার এই মৃত্যুতে আরো শোক জানিয়েছেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদুর রহমানসহ পুরো ভোলার বাণী পরিবার।

আজ মঙ্গলবার সকাল ১১টায় আলীনগর আজিজিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সকল ধর্ম প্রাণ মুসল্লিদেরকে মরহুমের জানাযা অংশগ্রণ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। নামাযে জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।