সর্বশেষঃ

লালমোহনে এক শিক্ষকের ১৫ দিনের জেল ও ১ শিক্ষার্থী বহিস্কার

ভোলার লালমোহনে এক শিক্ষকের ১৫ দিনের জেল দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল সোমবার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিনা অনুমতিতে কেন্দ্রে প্রেবেশ কররা দায়ে তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।
সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় ভোলার লালমোহনের গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিনা অনুমোতিতে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের সহযোগিতা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেনকে ১৫ দিনের কারাদন্ড দেন।
এছাড়াও গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ছালাউদ্দিন ও ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে কৌশিক আহমেদ, হুমায়ুন কবীরকে নকলে সহযোগিতার দায়ে দায়ীত্ব থেকে বহিস্কার করা হয়। অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফারজানা বেগম নামের এক পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page