সর্বশেষঃ

তজুমদ্দিনে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ব্যবস্থাপনা ভোলার তজুমদ্দিনে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফারজানা চৌধুরী শাওন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে এ প্রতিযোগীতা অনষ্ঠিত হয়। বিদ্যালয়ের রুমে প্রধান শিক্ষক মোঃ নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সহকারী শিক্ষক মোঃ নোমান, ইব্রাহিম, অঞ্জনা ব্যানার্জী, টুম্পা মজুমদার, রোকেয়া বেগম প্রমুখ।
“মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এই বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ডে অংশ নেয় সপ্তম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। বিচারকদের বিবেচনায় বিপক্ষদল বিজয়ী হয়। প্রতিযোগীতায় সেরা তার্কিক নির্বাচিত হয় নিপা দাস, সুমাইয়া মুন্নি ও প্রাপ্তি নন্দি। প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।