ইলিশায় উদ্বোধন হলো শিশুদের জন্য আইডিয়াল কিন্ডার গার্টেন

উত্তর ভোলার ২নং ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঘার হাওলা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শিশুদের জন্য মনোরম পরিবেশে গড়ে উঠেছে ইলিশা আইডিয়াল কিন্ডারগার্টেন।
রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় শিশুদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান।
ইলিশার কৃতি সন্তান রিপন মাষ্টারের পরিচালনায় গড়ে উঠে গ্রাম্য পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠান।
ইলিশা আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি হোসেন মিয়া।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক শিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা নিউজ২৪ সম্পাদক অমি আহমেদ, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক শাহরিয়ার জিলন, আনন্দ টিভির প্রতিনিধি এম রহমান রুবেল,এশিয়ান টিভির প্রতিনিধি অনিক আহমেদ, সাংবাদিক জামিল হোসেন, এম মইনুল এহসান, কিন্ডারগার্টেন এর শিক্ষক আশরাফুল ইসলামসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলিশা আইডিয়াল কিন্ডারগার্টেন এর পরিচালক রিপন মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্য হোসেন মিয়া বলেন, রিপন মাষ্টার যে উদ্যােগ নিয়েছেন এই সমাজ কে আলোকিত করার উদ্যােগ, আমরা আমাদের জায়গা থেকে যুক্তি পরামর্শ, সহযোগীতা দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page