সর্বশেষঃ

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকেও বের করে দেয়ার অভিযোগ

ঢাকা উত্তর সিটির বিভিন্ন কেন্দ্রে সরকার দলের নেতাকর্মীরা মহড়া দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএনপির কাউন্সিলর প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকেও বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। ৪৩নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী কবির হোসেন অভিযোগ করেন, ডুমনী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমার এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে সরকার দলের নেতাকর্মীরা। এসময় ভোটার কেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার পাশাপাশি কেন্দ্রের বাইরে মহড়া দেন তারা। একই অভিযোগ করেন ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেন। পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সরকার দলের নেতাকর্মীরা মহড়া দেন বলে জানান তিনি।
সূত্র মানবজমিন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।