ভোলার ভেদুরিয়ায় প্রবাসীর জমি দখলে নিল সুধি সমিতির ব্যাবসায়ীরা

ভেদুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হেতনারহাট বাজার সংলগ্ন প্রবাসী শামসুদ্দিনের ১৬ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় শাহাজান ডাক্তার গংদের দিকে। প্রবাসী শামসুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, বিগত ৩০ বছর ধরে এ জমিন ভোগদখল করেছে তারা। শামসুদ্দিন বিদেশে থাকার কারণে তার সৎ ভাই ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ডাক্তার ও তার ছেলে মঞ্জুর জমিটিতে নজর পড়লে জোরপূর্বক ভাবে দখল করে। শামসুদ্দিন বিদেশ থেকে দেশে আসলে জমিতে দোকান ঘর উত্তোলন করতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুদ্দিনের ক্রয় সূত্রে এই জমির মালিক। দেশে না থাকায় শাহাজান ডাক্তার জমিতে দোকান ঘর উত্তোলন করে ডাক্তারি দোকান দেওয়া হয় এবং ডাক্তারি পেশা ছেড়ে দিলে তার ছেলে মঞ্জু ওই দোকানে সুদ নামের সমিতির ব্যবসা আরম্ভ করেন। সমিতি ব্যবসার করার সুবাদে পুরো জমি দখলে নিয়ে যায় তারা।
এ ব্যাপারে প্রবাসী শামসুদ্দিন বলেন, ধার-দেনা করে করে ১৯৯০ সালে জমি কিনে থাকি। তৎকালীন সময়ে এ জমিতে আমি রাইস মিলের ব্যবসা করি। ব্যবসা খারাপ হওয়া আমি বিদেশে চলে যাই। বিদেশে যাওয়ার পরে আমার সৎ ভাই শাহজাহান ডাক্তার ওষুধের ফার্মেসি দিয়ে বসে। গত কয়েক বছর আগে আমার সৎ ভাই শাহাজান ডাক্তারি পেশা ছেড়ে দিলে তার ছেলের মঞ্জু সমিতি ব্যবসা শুরু করেন। গত কয়েক দিন আগে মঞ্জু তার ৪/৫জন সঙ্গী নিয়ে জমিটি দখলে নেয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করেও কোন সুরাহা হয়নি।
তিনি আরো বলেন, বর্তমানে আমি মামলা-মোকদ্দমা পিছনে টাকা খরচ করে নিঃস্ব প্রায়। আমি একজন প্রবাসী কষ্টের টাকা বিদেশ থেকে উপার্জন করে দেশে পাঠিয়েছি আর সুদের ব্যবসা করে আমার সৎ ভাই ও তার ছেলে মঞ্জু আমার জমি জোরপূর্বক দখল করে রাখেছে। আমি প্রশাসনের সহযোগিতায় আমার জমিটুকু যাতে ফিরে পেতে পারি।
এ ব্যাপারে শাহাজান ডাক্তারের সাথে আলাপকালে তিনি জানান, আমার জমিতে আমি ঘর তুলতেছি। আমি আমার সৎ ভাইর জমিতে ঘর তুলতেছি না। তিনি বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেয় সে মোতাবেক কাজ করবো।
৫নং ওয়ার্ড ইউপি মেম্বার কামাল হোসেন বলেন, অনেক বছর ধরেই শামসুদ্দিন জমির মালিক এটা এলাকার সবাই কমবেশি জানে। সামসুদ্দিন বিদেশে থাকার সুবাদে শাহানাজ আক্তার এখানে ফার্মেসি ব্যবসা করছিলো। ফার্মেসি ব্যবসা ছেড়ে দিলে তার ছেলে মঞ্জু সমিতির ব্যবসা শুরু করেন। বেশ কয়েকবার সালিশিতে বসলেও শাহজাহান ডাক্তার তা প্রত্যাখ্যান করেন এবং শামসুদ্দিন জমিতে আসলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।