স্কুলছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের কারাদণ্ড শিক্ষকের
কিশোরী ছাত্রীকে ধর্ষণের অপরাধে ভারতের তিরুবনন্তপুরমের একজন স্কুল শিক্ষককে ৬০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। যৌন নিপীড়নের ঘটনায় এ এক নজিরবিহীন সাজা ঘোষণা বলে মনে করছেন অনেকে। কারণ, দীর্ঘ ৬০ বছরের কারাদণ্ড আগে ভারতের কোনো যৌন হেনস্থাকারীকে দেওয়া হয়নি।
২০১৭ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। কিশোরী ছাত্রীর দাবি, একাধিকবার তাকে যৌন নিপীড়ন করেছেন ফিরোজ নামের ওই শিক্ষক। যৌন নিপীড়নের কথা কাউকে বললে তার ফল ভালো হবে না বলে হুমকি দিতেন তিনি।
কিন্তু ক্রমেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় সহপাঠীদের ওই শিক্ষকের ব্যাপারে জানিয়ে দেয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরপর কাউন্সেলিংয়ের সময় প্রকাশ্যে আসে লম্পট ফিরোজ খানের কুকীর্তি। এমনকি ছাত্রীদের পাশাপাশি সহকর্মী শিক্ষকরাও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান।
পকসো আদালতে চলে বিচার। বিচার শেষে বিচারক কে সুব্রাম্মা বলেন, একজন শিক্ষকের উচিত শিক্ষার্থী ও সমাজের কাছে রোল মডেল হয়ে ওঠা। আদর্শ হয়ে ওঠা। এই শিক্ষক কোনোরকম সহানুভূতির যোগ্য নয়।