লালমোহনে সিটি কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স দোকানে দূর্ধর্ষ চুরি

ভোলার লালমোহন সদর রোডে সিটি কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি ২০২০ ইং বুধবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের চালের টিনের স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরার তার কেটে এবং বিদ্যুতের লাইন বন্ধ করে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। যার মধ্যে ছিল দামী এন্ড্রয়েড মোবাইল সেট ও আইফোন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মীর খাইরুল কবীর ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার।
উল্লেখ্য এর পূর্বে ৯/১০ মাস পূর্বে একই কায়দায় চালের টিন কেটেএই দোকানটি চুরি হয়েছিল। তখনও কোন চোর ধরা পড়েনি এই বার নিয়ে ২য় বারের মত এই চুরির ঘটনা ঘটল। বারবার একই ধরনের চুরির ঘটনায় লালমোহন বাজারের ব্যবসায়ীদের মধ্যে অতংক বিরাজ করছে। দোকনের মালিক রাকিব জানান এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।