সর্বশেষঃ

লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মাতাব্বর

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মাতাব্বরের নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির স্বাক্ষরিত এক চিঠিতে এ নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য, নিয়মিত পরিষদের সভা না করা ও কর্তৃপক্ষকে না জানিয়ে ভারত গমনের দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পশ্চিম চরউমেদ ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফকে বরখাস্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।