ভোলায় সড়ক দুর্ঘটনায় কর্ণফুলী লঞ্চের সুপারভাইজারের মৃত্যু
ভোলায় কর্ণফুলী লঞ্চের কেবিন সুপারভাইজার মো. মিন্টুর (৩৮) নামে মোটরসাইকেল সড়ক দূর্ঘনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিন্টু ভোলা সদর উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা ও কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের কেবিন সুপারভাইজার। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইস্টার্ণ কেয়ার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কর্ণফুলী লঞ্চের ভোলা বুকিং কাউন্টারের স্টাফ মো. লিটন জানান, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরীঘাট থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার সময় ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের তুলাতুলি এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়। পরে তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে ঢাকার ইস্টার্ণ কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো জানান, মিন্টু প্রায় পাঁচ বছর ধরে ব্রাদার্স নেভিগেশন লিমিটেডের কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের দায়িত্বরত কেবিন সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।