সর্বশেষঃ

ভোলায় বিদ্যার দেবীর আরাধনা পুষ্পাঞ্জলি প্রদান

ভোলায় বিদ্যার দেবী সরস্বতী দেবীর আরাধনা ও অঞ্জলি অনুষ্ঠিত। এবছরের পূজার সময় সূচি একটু ব্যাতিক্রমই ছিলো প্রতিবছর মাষ মাসের শুকপক্ষের পঞ্চমী তিথিতে একদিন পূজা অনুষ্ঠিত হলেও এবছর পূজা অনুষ্ঠিত হয় দুই দিন। পঞ্জিকা অনুসারে ১৪ মাঘ (২৯ জানুয়ারী) বুধবার সকাল ৯টা ৪৫ থেকে শরু হয় পঞ্চমী তিথি যা চলে আজ ১৫ মাঘ (৩০ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। তাই তিথির সময় অনুযায়ী ২দিনই অনুষ্ঠিত হয় মায়ের আরাধনা ও অঞ্জলি প্রদান। স্বরস্বত্বী পূজাই একমাত্র এমন পূজা যে পূজা মন্দিরে, বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারী (বুধবার) কেউ কেউ পূজা করলেও সিংহ ভাগ পূজাই অনুষ্ঠিত হয় আজ ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে।
বৃহস্পতিবার সকালে ভোলার পৌর ১ নং ওয়ার্ডের রজনীগন্ধা হাওলাদার বাড়ি, বাপ্তা শক্তি সংঘ দূর্ঘা মন্দির, কাচিয়া কলেনী পূজা মন্ডপ, শ্রী শ্রী সর্বতীর্থ ধাম, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টি তলা মন্দির ও ভোলা শহরের কয়েকটি স্কুলে গিয়ে দেখা যায় ছোট বড় বসয় ভেদে সবাই ভোর ভোর ¯œান সেরে মায়ের আরাধনা ও পুষ্পাঞ্জলি দেয়। মায়ের কাছে প্রার্থনা করে যেন মা তাকে বিদ্যা ও বুদ্ধি দান করে। ছবি-১০।


ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।