বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলার ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ভোলার অন্যতম বিদ্যাপীঠ “ ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিননের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনিয়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য আকবর হোসেন সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন,ফিরোজ আহাম্মদ, হাবাবী উদ্দিন শাহিন, মোঃ জসিম উদ্দিন স্বপন, সাবেক ইউপি সদস্য ও আবির আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব জনাব হাফেজ মোঃ ইয়াছিনসহ অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তোমাদের জীবনে এটি অন্যতম একটি ধাপ। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল তোমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি। সে জন্য তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। মনে রাখবে, শিক্ষা ছাড়া জীবনের কোন মূল্য নেই। সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
সে জন্য এখন থেকেই তোমাদের মানুষের মতো মানুষ হয়ে তৈরি হতে হবে। এই দেশের দায়িত্ব একদিন তোমাদেরই নিতে হবে। সোনার বাংলা গড়তে হলে পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রতি আরো মনোযোগী হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি বক্তারা আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসায় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয়ের প্রাঙ্গন জুড়ে। এসময় বিদায়ী শিক্ষার্থীরা আবেগে-আপ্লুত হয়ে পরে। তাদের চোখের পানি কাঁদিয়েছে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ উপস্থিত সবাইকে।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল মাষ্টার।