বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

ভোলার লালমোহনে বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদরাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০২০ ইং সকাল ১০ টায় মাদরাসার মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র মোঃ হোসাইন, শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিদায়ী সংগীত পরিবেশন করেন ১০শ্রেণির ছাত্রী সাথী, নাতে রাসুল পরিবেশন করেন ৯ম শ্রেণির ছাত্রী মারিয়া আকতার রাহিন, পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংগীত পরিবেশন করেন ইমা মনি ও মোঃ হাসান। পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন ফাতেমা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন ১০ শ্রেণির শিক্ষার্থী আফরা। শিক্ষকদের পক্ষে ইসলামী সংগীত পরিবেশন করেন সহকারী শিক্ষক মাওঃ মোঃ এমরান।
মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল গনি পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওঃ মোঃ মতিউল ইসলাম, সহ-সুপার মাওঃ সালেহউদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরমোহাম্মদ ও জাহাঙ্গীর আলম, মাদরাসার সহকারী শিক্ষক মোঃ সোহাগ, জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মৌলভী ছাইদুর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page