তামিমের সাথে ওপেনার হিসেবে দলে ডাক পেলেন আশরাফুল

অবশেষ বিসিএলে দল না পেলেও কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফল হিসেবে এবারের বিসিএলে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাকে দলে ভিড়িয়েছে ইসলামি ব্যাংক ইস্টজোন। কমাস আগে জাতীয় লিগে দল পাওয়াও কষ্ট হয়ে পড়েছিল আশরাফুলের। বিপ টেস্ট উতরাতে দিতে হয়েছিল দুই বার পরিা। সেই বার ব্যাট হাতে বরিশালের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন অ্যাশ। ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংসও উপহার দিয়েছিলেন। যদিও তার দল তেমন সুবিধা করতে পারেনি।
তবে এবার ৫২ দিনের মধ্যে ১২ কেজি ওজন কমিয়ে নিজেকে ফিট করেছেন আশরাফুল। গত ২৭ জানুয়ারি বিসিএলের জন্য অনুষ্ঠিত হওয়া বিড টেস্ট পরিাতে ভালোভাবে পাশ করেন তিনি। বিপ টেস্ট শেষে ড্রাফটে নাম উঠে আশরাফুলের। এরপর সেখান থেকে তাকে দলে নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। যে দলের হয়ে খেলবেন তামিম, ইমরুল, মুমিনুলরা। সেক্ষেত্রে এই দলে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে আশরাফুলকে।
এক নজরে চার দলের স্কোয়াড ===
বিসিবি সাউথ জোন : আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।
বিসিবি নর্থ জোন : আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।
ওয়ালটন সেন্ট্রাল জোন : সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।
ইসলামি ব্যাংক ইস্ট জোন : ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান উজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।
উল্লেখ্য, আজ ৩১ জানুয়ারি শুরু হয়ে বিসিএল শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। মিরপুর, চট্টগ্রাম, কক্সবাজারে হবে লিগ পর্বের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১-২৪ ফেব্রুয়ারি হবে আসরের ফাইনাল। এবারে প্রথম ও তৃতীয় পর্বে খেলবেন জাতীয় দলের সকল তারকা ক্রিকেটাররাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page