ভোলায় উম্মে কুলসুম দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ভোলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উম্মে কুলসুম দাখিল মাদ্রাসায় ২০২০ সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম দাখিল মাদ্রাসার গর্ভনিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মো: নাসির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদাসার সাবেক সুপার মাওলানা সৈয়দ আহমেদ, ভোলা আলীয়া মাদ্রাসার প্রধান মোয়াদ্দেস মাওলানা মো: ফয়জুল্লাহ, আওয়ামীলীগ নেতা মো: ফরমান, কাচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়্যারমান আব্দুর রব সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্তাবাধনের ছিলেন উম্মে কুলসুম দাখিল মাদ্রাসার সুপার মো: আব্দুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।