ভোলার রাজাপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দ্বীপ জেলা ভোলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজাপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে এই দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরদার কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৭ নং চর আনন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী,গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্শেদ আলম নোমান, উত্তর রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিন খান, সমাজ সেবক মিজানুর রহমান সরদার, মাষ্টার রফিকুল ইসলাম, বাদশা হাওলাদার, ইউনুছ মিঝিসহ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের গেস্ট শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।