দৌলতখানে নলগোড়া শরীফ বাড়ী স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

ভোলার দৌলতখান উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজ সেবক মোঃ সিদ্দিক শরীফ।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এইচ. কে কামাল উদ্দিন আহমেদ (বাবুল মিয়া)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমান। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ও নতুন বছরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাইনুউদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেশমা বেগম। মানপত্র পাঠ করেন সুরমা আক্তার। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন ১০ শ্রেণীর শিক্ষার্থী আরাধ্য মন্ডল লিলু।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাই লালু, সহকারী প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহকারী শিক্ষক রাম কৃষ্ণ সিং, রিতা রানী ভক্ত, আতিকুর রহমান মিরাজ, মোঃ মুহসীন, মোঃ শরীফ হোসাইন, মোঃ সুজন, রোজাউল করিম দোলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেদী হাসান মাসুদ। গীতা পাঠ করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রনামী মন্ডল মেঘলা।


এ সময় বক্তারা বলেন, স্বনামধন্য বিদ্যাপিঠ নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। পাঠদানে বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও আন্তরিকতার কারনে প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জন করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, বিাদয় বেদনার হলেও এ বিদায় দেয়া হচ্ছে উচ্চ শিক্ষায় আরেক দাফ এগিয়ে নেয়ার যাওয়ার জন্য। তোমাদের কাছে দেশ ও জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদের মুখ ভবিষ্যৎ উজ্জল করার পাশাপাশি বিদ্যালয়র শিক্ষক ও অভিভাবকদের সুনাম বয়ে আনবে। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।