দৌলতখানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলার দৌলতখানে পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪ টায় জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) এস.আই নাফিউল ইসলাম সংগীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি সুকৌশলী চৌকস টিম দৌলতখান থানার উত্তর জয়নগর ১ নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে মোঃ জসিম(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক মোঃ জসিম দৌলতখান থানার উত্তর জয়নগর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হোসেন কবিরাজ এর ছেলে বলে জানা গেছে।
এদিকে ডিবি ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের ব্যাপারে ডিবি পুলিশ সবসময়ই জিরো টলারেন্স। আমাদের ডিবি পুলিশের বিভিন্ন টিম জেলার আনাচে-কানাচে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের সাথে জড়িত কাউকেই একবিন্দুও ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি আরও জানান, আটক মোঃ জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা আছে বলেও জানিয়েছেন তিনি।