বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
চীনে করোনাভাইরাস মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আক্রান্ত ৬হাজার
দেশটির ৩১টি প্রদেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে
চীনে করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫,৯৭৪ জন।
বুধবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির ৩১টি প্রদেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
গতকাল পর্যন্ত দেশটিতে ১০৬ জনের মৃত্যুর খবর জানা যায়।
এ পর্যন্ত থাইল্যান্ডে ১৪ জন, জাপানে ৭ জন, যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও অস্ট্রেলিয়ায় ৫ জন, ফ্রান্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ায় ৪জন, কানাডায় ৩, ভিয়েতনামে ২জন, নেপাল, কম্বোডিয়া, জার্মানিতে একজন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।