সর্বশেষঃ

চীনে করোনাভাইরাস মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আক্রান্ত ৬হাজার

দেশটির ৩১টি প্রদেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে

চীনে করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫,৯৭৪ জন।

বুধবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির ৩১টি প্রদেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

গতকাল পর্যন্ত দেশটিতে ১০৬ জনের মৃত্যুর খবর জানা যায়।

এ পর্যন্ত থাইল্যান্ডে ১৪ জন, জাপানে ৭ জন, যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও অস্ট্রেলিয়ায় ৫ জন, ফ্রান্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ায় ৪জন, কানাডায় ৩, ভিয়েতনামে ২জন, নেপাল, কম্বোডিয়া, জার্মানিতে একজন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page