চরফ্যাসন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মাতাতে আসছেন “শাকিব খান-ঝিলিক
চরফ্যাসন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, নাম্বার ওয়ান, কিংখান খ্যাত শাকিব খান, চ্যানেল আই সেরা কন্ঠের কন্ঠশিল্পী ঝিলিক। চরফ্যাসন সরকারি কলেজ মাঠে তারা গান পরিবেশন এবং পারফর্ম করবেন।
এছাড়া কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন করবেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথি কলেজের শিক্ষক-কর্মচারী মিলিয়ে ২৫ হাজার মানুষের মিলনমেলায় পরিনত হবে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।
আলোচনা সভা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।