বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
সংবাদ প্রকাশের পর তাজুল ডাক্তারের ঘুম হারাম
“ভোলার ভেলুমিয়ায় নয়া আতঙ্ক তাজুল ডাক্তার, জিম্মি দিনমজুরের পরিবার” এই শিরোনামে দৈনিক ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর ভেলুমিয়ায় তোলপাড় শুরু হয়েছে। হকার এর কাছ থেকে ফটোকপি করে পত্রিকা সংগ্রহ করেছেন এলাকাবাসী।
এদিকে ভোলার বাণী, তরঙ্গ নিউজসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের ডাক্তারের ঘুম হারাম হয়ে গেছে। তিনি বিভিন্ন মহলকে ম্যানেজ করতে উঠে পড়ে লেগেছেন।
এদিকে বিষয়টি তদন্তসাপেক্ষ তাজুল ডাক্তার গংদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবাররা।
প্রিয় পাঠক চোখ রাখুন তাজুল বাহিনীর সকল অনিয়ম তুলে ধরবে ভোলার বাণীর সংবাদকর্মীরা।