ভোলায় গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

উত্তর ভোলার ঐতিহ্যবাহী গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান হোসেন রনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীর হাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি একে এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, শিক্ষা কর্মকর্তা শেলিম রেজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মৌলভীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, রফিকুল ইসলাম, সরদার কামাল হোসেন, কেশব লাল আচার্য, সরদার হোসেন, হোসেন সরদার, মোর্শেদ আলম নোমান, আবু জাহান কবির, সুশমিতা রায়, লাইব্রেরিয়ান মোঃ ইসমাইল হোসেন, গেস্ট শিক্ষক মোঃ মামুনসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সঞ্জয় মল্লিক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।