ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
দৌলতখানে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

ভোলার দৌলতখানে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । সাংবাদিকদের অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষে মঙ্গলবার সানসেট ভবনে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ গজনবী হাওলাদারের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয় । সভায় সর্ব সম্মতিক্রমে এফ এন এস- এর উপজেলা প্রতিনিধি আবুল খায়েরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন , আবদুর রব (দৈনিক আজকাল ),মামুন হাওলাদার (দৈনিক আজকালের খবর),মোঃ সোহেব (দৈনিক আমাদের সময়) ও মোঃ হাছনাইন (চ্যানেল এস)।