তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ
ভোলার মনপুরার মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ডে কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজির নেতৃত্বে যৌথ অভিযানে জাল ও জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত ৫০ হাজার মিটার জাল উপজেলার হাজীর হাট লঞ্চ ঘাটে আগুন দিয়ে পোড়ানো হয়। এবং ১ মণ জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম, মনপুরা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন, কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজিসহ গণমাধ্যমকর্মীরা।
মনপুরা কোস্টগার্ডের কমান্ডার মানিক সরকার জানান, পশ্চিম পাশের মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ জাটকা জব্দ করা হয়। করেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জাটকা ইলিশ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।