ভোলায় ৫ দিনের মত চলছে কালেক্টর সহকারী সমিতির কর্ম বিরতি
বিভিন্ন দাবী নিয়ে ভোলায় ৫দিনের মত কালেক্টর সহকারী সমিতির কর্ম বিরতি চলছে।
ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এই অবস্থান কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
কর্ম বিরতিতে তাদের দাবী কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ করতে হবে।
বাংলাদেশ কালেক্টর সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আবদুল মান্নান বলেন আমরা ৫দিন ধরে এই কর্ম বিরতি পালন করছি, আশা করি আমাদের দাবীগুলো কর্তৃপক্ষ মেনে নিবে।
তিনি আরো বলেন, আমাদের দাবী না মানলে আমার আরো কঠিন কর্মসূচি দিবো।
এই সময় উপস্থিত ছিলেন কালেক্টর সমিতির সাধারণ সম্পাদক নাইমুল হাসান,সহ সভাপতি তরিকুল ইসলাম,দপ্তর সম্পাদক ছাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুদ আলম, গৌতম কুমার সিংহ, রুহুল আমিন, মিছির হোসেনপ্রমুখ।