ভোলায় সাইকেল রেইস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলায় উন্মুক্ত সাইকেল রেইস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইলিশা জংশন থেকে শুরু হয়ে ভোলা গজনবী স্টেডিয়ামে এসে শেষ হয়। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসুচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। পরে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগির হোসেন। আরো উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগি অংশ নেয়।